বিরোধীদলের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব-পরিকল্পনামন্ত্রী

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিরোধীদলের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব।

যেটা অবাস্তব সে বিষয়ে আমি বিশ্বাস করি না। আমি বাস্তবতায় বিশ্বাস করি। যেটা সামনে আছে সেটায় বিশ্বাস করি। সেই বিচারে আমি ঘনকের লাইনে কল্পনাপ্রসূত কথাবার্তায় বিশ্বাস করি না।

আজ শনিবার (৭ই অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মার্কিনরা নতুন যেটা বলছে, বাংলাদেশে কেউ যদি নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়, তাঁকে আমরা বিবেচনা করব না, ভিসা দেব না। প্রত্যেকের ভিসা নীতি থাকে।

প্রত্যেক রাষ্ট্রের অধিকার আছে তার ভিসা নীতি সংস্কার করা, পরিবর্তন করা। আমাদেরও ভিসা নীতি আছে। এটা নতুন কিছু নয়। মার্কিনরা বলছে, যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের ভিসা দেব না।’

এ সময় মন্ত্রী আরও বলেন, বাধা দেওয়ার রেকর্ড কাদের আছে? আগুন দেওয়ার রেকর্ড কাদের আছে? ২০১৪ সালে কারা ভোটকেন্দ্র পুড়িয়েছে? কারা রেললাইন উঠিয়েছিল? এবার কারা দিনরাত বলছে ভোট হতে দেব না? ভোট হতে দেব না; এ বেআইনি কথা আওয়ামী লীগ বলে? আমরা বলি? যে সকল ব্যক্তি এই ধরনের আচরণ করবে, তাঁদের জন্য ভিসা নীতি প্রয়োগ হবে। এটি মার্কিনদের ব্যাপার। ভয়ের ব্যাপার নেই, আনন্দেরও ব্যাপার নেই। এ টা সাধারণ ব্যাপার।’

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সারা বিশ্বে ৩০ কোটি বাঙালি রয়েছে। এর মধ্যে বাংলাদেশেই আছে ১৮ কোটি বাঙালি। বাকি ১২ কোটি সারা বিশ্বে। বাঙালিদের মানসম্মান, মর্যাদা রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।’

মন্ত্রী বলেন, ‘আমরা বাঙালিরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। সংঘাত, সংঘর্ষ সাম্প্রদায়িকতা চাই না। সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে চাই। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বাঙালির সুনাম নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

পারমানবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য হুমকি বিরোধীদলের এমন মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পারমানবিক বিদ্যুৎকেন্দ্র অরেক উচ্চসম্পন্ন টেকনিক্যাল ব্যাপার। বিশ্বের কেউ কেউ পারমানবিক কেন্দ্র বন্ধ করছে কারণ এগুলো পুরনো টেকনিক্যাল দ্বারা পরিচালিত।

 

তবে আমার কাছে খবর আছে কেউ কেউ নতুন টেকনিক্যাল ব্যবহার করে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। আমাদের সরকার মনে করে প্রতিটি জিনিস হাতের মুঠোয় আনার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা উচিৎ। আমরা সেটা করছি। ফলে আমরা সেটি আমাদের হাতের মুঠোয় আনতে পেরেছি।

পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের হাজারও ভালো দিক আছে আমরা সেগুলো পাবো। আধুনিক তরুণ প্রজন্ম এটি নিয়ে উচ্ছ্বসিত। আমি নিজেও উচ্ছ্বসিত।’

নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেকোনো দেশ তার নিজের সুবিধার জন্য নিষেধাজ্ঞা দিতেই পারে। সেটা তাদের ব্যাপার। আমরাও তো নিষেধাজ্ঞা দেই মাঝে মাঝে। চাপে নয় আমাদের বরং তৈরী থাকতে হয়।

গৃহস্থ যেমন ঝড়-ঝাপ্টা মোকাবিলায় তৈরী থাকে আমাদের সরকারও সেভাবে তৈরী আছে। জনগণের সুরক্ষার জন্য, উন্নয়নের জন্য সরকারকে ঝুঁকি নিতে হয়, হিসাব-নিকাশ করতে হয়। এখানেও আমাদের সরকার প্রধান ঝুঁকি নেন, হিসাব নিকাশ করেন।

আমরা জেনেশুনে আমাদের জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা দায়িত্বজ্ঞানহীনভাবে করি না।’

সরকার মেগাপ্রকল্পের নামে জনগনের অর্থের অপচয় করছে বিরোধীদলের এমন মন্তব্যের জবাবে এম এ মান্নান বলেন, ‘এগুলো কেউ বিরোধীতার জন্য বলে, কেউ নিজের স্বার্থের জন্য বলে, কেউ বাহাদুরী করার জন্য বলে। বলতে পারে সেটা তাদের ব্যাপার।

কিন্তু দেশের জনগণ যারা দেশের মালিক তারা আরো বেশি পদ্মাসেতু চায়, মেট্রোরেল আরো চায়, টানেল আরো চায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরো চায়।

এসব নির্মান করতে ঝুঁকি অবশ্যই আছে। কিন্তু সেটা মোকাবিলা করার জন্য কৌশল, জ্ঞানবুদ্ধি, বিদ্যা সবই আওয়ামী লীগ সরকারের আছে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আমাদের দলের নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলীয় প্রধান আছেন, দলের প্রেসিডিয়াম সদস্যরা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন।

আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় আসতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে।

কারণ দেশের মানুষ উন্নয়নের স্বার্থে, জীবনমান উন্নত করার স্বার্থে আওয়ামী লীগকে আবারো শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় বসাবে।

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ,

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কমিউনিটি নেতা বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।