আর্টিকেল নাইনটিন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে হিউম্যান রাইটস সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচ শুরু

সুরমা টাইমস ডেস্কঃ

 

মানবাধিকার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে “অনলাইন হিউম্যান রাইটস সার্টিফিকেট কোর্স” চালু করেছে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিতে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।

 

সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভাষায় প্রণীত ও পরিচালিত এই অনলাইন কোর্সে মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী, নারী, তরুণ, আদিবাসী, দলিত, প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যক্তি, ট্রান্সজেন্ডারসহ যে কোন আগ্রহী ব্যক্তি এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

কোর্স সফলভাবে সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা অনলাইন সার্টিফিকেট পাবেন।

 

আর্টিকেল নাইনটিন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে যৌথভাবে ইউরোপিয়ান কমিশনের আর্থিক সহযোগিতায় “আওয়ার ভয়েসেস আওয়ার চয়েসেসঃ ওমেন অ্যান্ড ইয়ুথ ফর ডেমোক্র্যাটিক সিভিক স্পেস(OVOC)” প্রকল্পের অধীনে এই অনলাইন কোর্সটি তৈরি করেছে।

 

এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা মানবাধিকার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন। এই কোর্সের শিক্ষার্থীরা নিজের ও অন্যদের মানবাধিকার সম্পর্কে জানবেন এবং সচেতন হবেন। মানবাধিকার রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

 

কোর্সের নিবন্ধন কার্যক্রম এখন চলমান। কেবল ইন্টারনেট সংযোগ থাকলে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে যে কেউ তাদের সুবিধামত সময়ে কোর্সটি করতে পারবেন।

এজন্য http://humanrights.a19southasia.org/ এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

 

একটি ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠায় মানবাধিকার জ্ঞান অপরিহার্য। মানবাধিকার শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ দিয়ে তাদের অধিকার চিনতে, দাবি করতে এবং রক্ষা করার জন্য কাজ করতে সক্ষম করে। মানবাধিকার শিক্ষা দীর্ঘমেয়াদী মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। মানবাধিকার শিক্ষা মানুষকে নিজেদের ও অন্যদের অধিকার সমুন্নত রাখতে উৎসাহিত করে। মানবাধিকারকে বাস্তবে কার্যকরভাবে প্রতিষ্ঠায় প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন করে মানবাধিকার জ্ঞান।

 

এই অনলাইন কোর্স করে শিক্ষার্থীরা নিজেদের মানবাধিকার রক্ষার পাশাপাশি শান্তি, স্বাধীনতা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।