বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬তম সম্মেলন কাল
সুরমা টাইমস ডেস্কঃ
“ঘাড়ের উপর স্বৈরাচার, রাজপথে এসো মিছিলে-স্লোগানে চাইলে নিজের অধিকার” স্লোগানকে সামনে রেখে সিলেটে ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে।
শনিবার বিকাল ৩টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশ কৃষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক শ্রমিক নেতা সবুজ তাঁতী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল,
সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু প্রমুখ। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ। উদ্বোধনের পর একটি র্যালি শহর প্রদক্ষিণ করবে। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক ইউনিয়নের বন্ধুরা।