মুরারিচাঁদ কলেজ জার্নালের মোড়ক উন্মোচন

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মুরারিচাঁদ কলেজ জার্নাল’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ‘মুরারিচাঁদ কলেজ জার্নালে’র তৃতীয় বর্ষ, প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুদ্দীন আহম্মদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জার্নালের সম্পাদক প্রফেসর মোঃ তোতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, মুরারিচাঁদ কলেজ জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. সাহেদা আখতার, প্রফেসর ড. আলাউদ্দিন খান, প্রফেসর আবুল কালাম আজাদ,

 

প্রফেসর ড. আসিরুল হক, সহযোগী অধ্যাপক (বাংলা) মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ড. বায়েজিদ আলম সহ শিক্ষক—শিক্ষার্থী এবং পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন শেষে ড. এ কে এম আব্দুল মোমেন জার্নালের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মুরারিচাঁদ কলেজের শিক্ষার মান ও গবেষনা কার্যক্রমকে অতীতের ন্যায় সবসময় গুরুত্ব দিয়ে আসার জন্য। তিনি শিক্ষকদের পাঠদানের সাথে সাথে গবেষনায় সামনে এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।