কানাইঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জন আটক

সুরমা টাইমস ডেস্কঃ

দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট থেকে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৫ই নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কানাইঘাট থানাপুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার চতুল বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি লাল রংয়ের Apache RTR মোটরসাইকেল এবং ৪টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারীকে আটক করে।

আটকৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)। তারা দুজন মোটরসাইকেল করে ২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এনে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথ্যগুলো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।