কানাইঘাটে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. আহমদ আল কবিরের মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধিঃ

 

সিলেট—৫ (কানাইঘাট—জকিগঞ্জ) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সীমান্তিকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদশীর্ নেতৃত্বের কারনে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।

 

বাংলাদেশকে বিশ্বদরবারে আগামী দিনে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন—অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাবে।

ড. আহমদ আল কবির গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময়কালে তিনি আরো বলেন,কানাইঘাট—জকিগঞ্জের মানুষের আশা—আকাঙ্খার প্রতিপালন এবং এ জনপদকে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য সিলেট—৫ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।

দল তাকে মনোনয়ন দিলে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের আশা—আকাঙ্খা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মীম আল সাহেদের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন,

দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিলেট বারের আইনজীবি মামুন রশিদ, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা,

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. মামুন উদ্দিন, সীমান্তিকের ভাইস প্রেসিডেন্ট মাজেদ আহমদ চঞ্চল, জেলা যুবলীগের সদস্য হামজা হেলাল, জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর কামরুজ্জামান, কানাইঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, গোলাম মস্তফা রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাতাব উদ্দিন,

স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্বাস উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।