কানাইঘাট প্রতিনিধিঃ
নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে খেলাফত মজলিসের উদ্যেগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট পুর্ব বাজারে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুলাহ আল হাদী, জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সালাম, হেফাজত নেতা মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন, ইঞ্জিনিয়ার কাওসার আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুর রব,
জাকারিয়া আহমদ, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা হারুনুর রশীদ ও ছাত্রনেতা ছাইদুর রহমান গণসমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সংবিধানের দোহাই দিচ্ছে সরকার। এই সরকার আলেম ও বিরোধী রাজনৈতিক নেতা—কর্মীদেরকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছে।
আলেমদেরকে ডান্ডা—বেড়ি পরিয়ে আদালতে তোলা হচ্ছে এর খেসারত সরকারকে দিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।