বেগম জিয়ার সুস্থতা কামনায় দুঃস্থদের মাঝে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের খাবার বিতরণ

সুরমা টাইমস ডেস্কঃ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান খোকোর মাগফেরাত, চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, গুম হওয়া নেতা ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার সহ নেতৃবৃন্দকে ফিরে পাওয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার (১৮ই অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার ১ বছর পূর্তি উপলক্ষ্যে হযরত শাহজালাল (রঃ) দরগা প্রাঙ্গনে সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

এক সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এমদাদ হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা মুফতি নেহাল উদ্দিন, এনামুল কুদ্দুস চৌধুরী, আব্দুল মজিদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফছর খান, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুফতি মুন্না, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি সুদিপ জ্যোতি এশ, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মমিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খাঁন সজিব, সদস্য বেলাল আহমদ, দেওয়ান রেজা মজিদ, মিবাহ আহমদ জেহিন, মহানগর কৃষকদল সদস্য শামীম আহমদ, দুলাল আহমদ, মেহেদী হাসান সপু, শফিকুল ইসলাম, বিমল দেবনাথ, রায়হান আহমদ,

রায়হান উদ্দিন রাজু, মোঃ সামাদ হোসেন, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভির, গোলাম মোস্তফা, নুরুল হক মাছুম, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, হোসেন খান ইমাদ, সোবহান আজাদ, আব্দুস সালাম, মোঃ সালাউদ্দিন, কাউছার আহমদ রকি সহ মডেল থানা ও ওয়ার্ড সমুহের প্রচুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।