গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটের গোলাপগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জরুরিসেবা নাম্বার ৯৯৯-এ কল করে অবগত করলে পুলিশে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। ঘটনাটি সিলেটের গোলাপগঞ্জে।

আজ মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) ভোররাত দেড়টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে এ যুবককে গ্রেফতার করা হয়।

পিস্তলটির গায়ে মেইড ইন ইউএসএ- লেখা ছিল। অভিযানকালে স্থানীয় জনপ্রিতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত যুবক জুয়েল আহমদ (২৮) ওই গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র।

জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতরে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে।

গ্রেফতার হওয়া জুয়েলের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।