সুরমা টাইমস ডেস্কঃ
ভিকটিম মোঃ নয়ন মিয়া (২১) বিগত ৮/১০ দিন পূর্বে কাজের সন্ধানে সিলেট শহরে আসে। গত ০৮/০৬/২০২৩খ্রিঃ তারিখ বিকাল বেলা এম জামাল এন্ড কোম্পানী লিঃ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ১০০ শয্যা বিশিষ্ট নির্মানাধীন ক্যান্সার ভবনের শ্রমিক হিসাবে কাজে যোগদান করিয়া উক্ত ভবনে শ্রমিকদের থাকার কক্ষে থাকে।
গত ০৮/০৬/২০২৩খ্রিঃ রাত্রি বেলা এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিংয়ের শ্রমিক সর্দার মোঃ আমিনুল ইসলাম (৩০) এর কক্ষ হইতে কে বা কাহারা ১,৩০,০০০/- টাকা নিয়ে যাওয়ায় গত ০৯/০৬/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় দূষ্কৃতিকারীগণ ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) ও আহত মোঃ আইয়ুব (২৫)’দ্বয়কে তাহাদের থাকার কক্ষ হইতে দূষ্কৃতিকারীগণ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ১০০ শয্যা বিশিষ্ট নির্মানাধীন ক্যান্সার ভবনের নিচ তলায় শ্রমিকদের থাকার কক্ষে নিয়া যায়।
তখন শ্রমিক সর্দার মোঃ আমিনুল ইসলাম (৩০) সহ অপরাপর দূষ্কৃতিকারীগণ ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) ও আহত মোঃ আইয়ুব (২৫)’দ্বয়কে শ্রমিক সর্দার মোঃ আমিনুল ইসলাম (৩০) এর টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) ও আহত মোঃ আইয়ুব (২৫) উক্ত টাকার বিষয়ে কোন কিছু জানেনা বলিয়া জানাইলে দূষ্কৃতিকারীগণ ক্ষিপ্ত হইয়া টাকা চুরির অপবাদ দিয়া হত্যার উদ্দেশ্যে কাঠের রুল, বাঁশের টুকরা ও প্লাস্টিকের পাইপ দ্বারা ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) ও আহত আইয়ুব এর সমস্ত শরীরে বেধড়ক মারপিট করিয়া গুরুতর আহত করে। ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) এর শারীরিক অবস্থা গুরুতর দেখিয়া উক্ত স্থানে কর্মরত অন্যান্য শ্রমিকরা ভিকটিম মোঃ নয়ন মিয়া (২১)’কে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কজেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া আমার ছেলে মোঃ নয়ন মিয়া (২১)’কে মৃত ঘোষনা করেন।
ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম”র দিকনির্দেশনায় ও মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসএমপি, সিলেট এর তত্ত্বাবধানে এবং মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটের নেতৃত্বে টিম কোতোয়ালী অভিযান পরিচালনা পূর্বক মামলার ঘটনাস্থল হইতে ১। মোঃ রুবেল ইসলাম (৩২) ২। মোঃ আমিনুল ইসলাম (৩০) ৩। মোঃ আব্দুর রাজ্জাক (৩৭), ৪। আয়নাল হক (২৫), ৫। মোঃ শাবান আলী (২৬)’দেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম মৃত মোঃ নয়ন মিয়া (২১) এর পিতা মোঃ আব্দুল জলিল (৫৬) বাদী হইয়া অভিযোগ দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৪, তারিখ-১০/০৬/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২ পেনাল কোড রুজু করা হয়।
আটককৃত আসামীদের নাম ঠিকানা:-
১। মোঃ রুবেল ইসলাম (৩২) পিতা- আনিছুর রহমান, মাতা- রাবিয়া খাতুন, সাং- তেঘরা, থানা- বিরল, জেলা- দিনাজপুর, বর্তমানে- সাইট একাউন্স অফিসার, এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিং, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
২। মোঃ আমিনুল ইসলাম (৩০) পিতা- মোঃ আব্দুর রহমান, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- নারায়নপুর, থানা- কচাকাটা, জেলা-কুড়িগ্রাম, বর্তমানে- শ্রমিক সর্দার, এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিং, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
৩। মোঃ আব্দুর রাজ্জাক (৩৭) পিতা- মৃত আলা উদ্দিন, মাতা- মৃত রহিমা বেগম, সাং- হুদ্ধাবালা, পোঃ গুজিয়া বাজার, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া, বর্তমানে- বাবুর্চি, এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিং, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
৪। আয়নাল হক (২৫) পিতা- মোঃ শহিদ মিয়া, মাতা- মোছাঃ মোমেনা বেগম, সাং- নারায়নপুর, থানা- কচাকাটা, জেলা-কুড়িগ্রাম, বর্তমানে- রড মিস্ত্রী, এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিং, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
৫। মোঃ শাবান আলী (২৬) পিতা- মোঃ ময়নাল হক, মাতা- ছানোয়ারা বেগম, সাং- নারায়নপুর, থানা- কচাকাটা, জেলা-কুড়িগ্রাম, বর্তমানে- রাজ মিস্ত্রী, এম জামাল এন্ড কোম্পানী লিঃ, নির্মানাধীন বিল্ডিং, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।