সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টারঃঃ

সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপননে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

 

বদলিকৃত কর্মকর্তারা হলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. তোফায়েল আহমেদ, উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।

 

তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে উপকমিশনার, আশরাফ উল্যাহকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদ রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

 

অপরদিকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।