সিলেটে র্যাবের হাতে ছাত্রলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার :
নাশকতা ও বিস্ফোরক মামলায় সিলেট মহানগর ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে র্যাব।
আটককৃত সৈকত হোসেন সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে ।
সৈকত হোসেনের বিরুদ্ধে এসএমপি, সিলেট কোতয়ালী থানার ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলা রয়েছে।
গত শুক্রবার (১১ই অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।
আটককৃত আসামিকে এসএমপি,র সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তিনি।