সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটে ১৫ বোতল ভারতীয় তৈরী মদ উদ্ধারসহ দুজন মাদক ব্যবসায়ী আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন স্পোশাল-২২ ডিউটি করাকালে শনিবার রাত অনুমান ৫টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন ব্যক্তি জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর কতিপয় লোকজন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দুজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ শাহিন (৩০) ও আতিকুর রহমান রাসেল (২৪)। এসময় তাদের কাছ থেকে জব্দকৃত আলামত ১৫ বোতল ভারতীয় তৈরী মদ উদ্ধার করা হয়। মদের বর্তমান বাজার মূল্য ৬ হাজার টাকা।
পরবর্তীতে এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। জালালাবাদ থানার মামলা নং-১৮, তাং-২৫/০৯/২০২৩ইংরেচজ। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক)/৪১ রুজু করা হয়। আটক আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।