জালালাবাদ থানাধীন ঘোপাল এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার, দুজন আটক

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটে ১৫ বোতল ভারতীয় তৈরী মদ উদ্ধারসহ দুজন মাদক ব্যবসায়ী আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন স্পোশাল-২২ ডিউটি করাকালে শনিবার রাত অনুমান ৫টার দিকে জালালাবাদ থানার তেমূখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন ব্যক্তি জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর কতিপয় লোকজন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

 

বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন ঘোপাল সাকিনস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের পাকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দুজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ শাহিন (৩০) ও আতিকুর রহমান রাসেল (২৪)। এসময় তাদের কাছ থেকে জব্দকৃত আলামত ১৫ বোতল ভারতীয় তৈরী মদ উদ্ধার করা হয়। মদের  বর্তমান বাজার মূল্য ৬ হাজার টাকা।

পরবর্তীতে এসআই(নিঃ)/মোঃ বাহার উদ্দিন বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। জালালাবাদ থানার মামলা নং-১৮, তাং-২৫/০৯/২০২৩ইংরেচজ। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক)/৪১ রুজু করা হয়। আটক আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।