সুরমা টাইমস ডেস্ক:
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় গতকাল সোমবার (৩রা ফেব্রুয়ারি) দিনব্যাপী নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি বলেন, আমাদের সিলেট নগরী হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে।
সাম্প্রদায়িক সম্প্রতির অক্ষুণ্ন রেখে নিজ নিজ আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে সমৃদ্ধশীল নগরী গড়ে তুলতে কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও দেওয়ান জাকির হোসেন খান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, আলী আকবর রাজন, জয়নাল আবেদির রাহেল, ইমরান আলী প্রমুখ।