নিজস্ব প্রতিবেদক::
সিলেট জেলা বিএনপির সহসভাপতি একেএম তারেক কালাম (৬০) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তারেক কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এহতেশাম সবুজ।
জানা গেছে, সম্প্রতি তারেক কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়। এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।