নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম আর্বিভাব তিথি তালনবমী পালন

ষ্টাফ রিপোর্টারঃ
যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী  শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম শুভ আর্বিভাব তিথি তালনবমী উপলক্ষ্যে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামবাসীর  উদ্যোগে ২৪ শে সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী  বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বাউসা ইউনিয়নের রিপাতপুের গ্রামের শ্রী রবীন্দ্র পালের বাড়ীতে  অনুষ্টিত হয়। ।
অনুষ্টামালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা,ঠাকুরভোগ,বস্ত্র বিতরন,, সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ, ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্টান ।
ঠাকুরের লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের কীর্তনীয়া এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য। বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র দাশের সভাপতিত্বে এবং তিথি পালনের সাধারন সম্পাদক রশময় শীলের পরিচালনায় এতে অতিথি ছিলেন সিলেটের এসপিার শ্রী আশোতোষ দাশ এসপিআর। প্রধান আলোচক ছিলেন এসপিার গুনসিন্ধু চক্রবর্তী, বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্রী মনোজ কান্তি দাশ চৌধুরী,
বিশষ অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ  নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল,   সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী মৃম্ময কান্তি দাশ বিজন,   সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী,রাসেন্দ্র চন্দ্র দাস,উপ সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার দাশ।
অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন,অরবিন্দু পাল বাবুল,দিপক পাল,রিপন দাশ,হৃদয় শীল। অনুষ্টানে উপস্থিত ছিলেন তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, সঞ্জয় দাশ,সজল দেব,,নরেশ দাশ,শিক্ষক রাখাল দাশ,নারায়ন সরকার, নিতেশ দাশ,জয়হরি দেব,মিহির দাশ,তৃষ্ণা বনিক,রিনা পাল,
রিনা রানী সরকার,রিবন রানী পাল,লীলা সরকার,কাজল রানী গোপসহ  অনুষ্টানে অন্যান্য ভক্তবৃন্দের সমাগম ঘঠে। অনুষ্টানে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়। ৮ জন নতুন দীক্ষা গ্রহন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।