Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে এমপি হাবিবের অভিনন্দন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গতকাল সোমবার (৭ই আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেটের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে বর্তমান সরকারের সকল উন্নয়ন চিত্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট গঠন করে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আমি আশা প্রকাশ করি নির্বাচিত নেকৃবৃন্দের মাধ্যেমে ফটো সাংবাদিকদের সকল স্বপ্নপূরর্ণ হবে।
উল্লেখ, গত ৩১ জুলাই নির্বাচনের মাধ্যেমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়।

 

 

—বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।