“ নগরীতে প্রাইভেটকারের ভিতর থে‌কে বিদেশী মদ উদ্ধার ”

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেট কার থেকে বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১লা এপ্রিল) ভোরে এই মদ উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মদসহ ওই প্রাইভেট কারটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানায়, এয়াপোর্ট থানাধীন বড়শালা বাইপাসে চেকপোস্ট করাকালে একটি সাদা প্রাইভেট কার থামার জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে দ্রুতগতিতে গাড়িটি চলে যায়।

 

প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হওয়ায় পিছনে ধাওয়া করলে সিলেট ক্যাডেট কলেজের ০১নং গেইটের সামনের রাস্তায় প্রাইভেট কারটি ফেলে রেখে প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

 

পরে তল্লাশী করে প্রাইভেট কারের পিছনে ডালার ভিতর হতে মোট ৬২ (বাষট্টি) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ৫শ টাকা।

এসংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।