১৫০ বছরের ইতিহাসে সিলেট বারের প্রথম ফল উৎসব স্মরণীয় হয়ে থাকবেঃ এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, এরকম ফুড ফ্যাস্টিবাল সিলেট বারের ১৫০ বছরের ইতিহাসে প্রথম। বাংলাদেশ সুপ্রীম কোর্টের ২২ সনের ব্যাচ কর্তৃক আয়োজিত এই আয়োজনকে আমি স্বাগত জানাই। এমনকি এই উৎসব সিলেট বারের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি গত বৃহস্পতিবার (১৩ই জুলাই) বিকেল ৩টায় সিলেট বারের ৩নং বার হলের হলরুমে সুপ্রীম কোর্ট বারের ২২ সনের আইনজীবী কর্তৃক আয়োজিত ফুড ফ্যাস্টিবাল ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২২ সনের সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও এডভোকেট কবির আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, এডভোকেট এম. এ. সালেহ চৌধুরী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ডি অঞ্চলের নির্বাচিত সদস্য এডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ।

এতে বক্তব্য রাখেন, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. হোসাইন আহমদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালমান উদ্দিন, এড. সাইফুর রহমান, এড. সুয়েব, এড. আব্দুস সাত্তার সহ অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২২ সনের এড. দেলোয়ার হোসেন শামীম, এড. আলী আহমদ, এড. মোবারক হোসেন, এড. মতিউর রহমান, এড. কবির আহমদ-২, এড. তারান্নম, এড. খলিলুর রহমান সুমন, এড. সিরাজুল ইসলাম, এড. শামীম আহমদ, এড. আরিফ আহমদ, এড. তাহের চৌধুরী,

এড. মুন্না চৌধুরী, এড. তামিম আহমদ, এড. এজাজ, এড. রঞ্জু দেবনাথ, এড. রাজিয়া চৌধুরী, এড. বদরুল আলম, এড. সোহেল মিয়া, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, এড. রেজা সহ সিলেট জেলা বারের প্রায় ২শতাধিক সিনিয়র-জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকল আইনজীবীরা দেশীয় ফলের বুফে আপ্যায়নে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।