সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৮শ’ জনকে আসামী করে মামলা

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এ সব ঘটনায় ৮ শতাধিক ব্যক্তিকে আসামি করে সিলেট কতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

মামলা সূত্রে জানা যায়, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সিলেটের মীরবক্সটুলা এলাকার ক্ষতিগ্রস্ত রয়েলমার্ক হেটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

মামলার এজহারে তিনি নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট ছাড়াও হোটেলের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন।

দরগাহ গেট এলাকার বাটার শো-রুমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৮শ জনকে।এ নিয়ে এই ঘটনায় পৃথক তিনটি মামলায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

এসব তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। বিশৃঙ্খলা ও লুটপাটের দায়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

তিনি বলেন, বুধবার মধ্যরাতে নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে লুট করা ২ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার আলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিব মিয়া (১৯) এবং মাদারীপুর জেলার তাঁতিহাটি গ্রামের মো. জুয়েল শেখের ছেলে মো. বাবু শেখ (১৮)।

ওসি বলেন, তারা দুই জন ভবঘুরে। এই জুতা জোড়া তারা দরগাহ গেইট এলাকাস্থ বাটার শো-রুম থেকে লুট করেছিলো।

এর আগে গত সোমবার নগরীর মীরবক্সটুলা এলাকার রয়েলমার্ক হোটেল ভাঙচুর ও নগদ ১ লাখ ৮০ হাজার লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে গত মঙ্গলবার (৮ই এপ্রিল) কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি হোটেলের ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন।

পাশাপাশি রয়েলমার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি। মামলার এজহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন।

 

প্রসঙ্গত, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে গত সোমবার (৭ই এপ্রিল) সারাদেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সেই সুযোগ কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সিলেট মহানগরের এলাকায় জুতার কোম্পানি বাটার শো-রুমে ভাঙচুর ও লুটপাটসহ বেশ কিছু দোকানে হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।