নিজস্ব প্রতিবেদকঃঃ
সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর মাছিমপুর এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়েছেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।তার মাথায় ১৮টি সেলাই লাগে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এসময় সন্ত্রাসীরা আজিজের সাথে থাকা বেশ কয়েকজন নেতা কর্মীর মটরসাইকেল ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ১১ই এপ্রিল সন্ধ্যার দিকে সিলেট ল’কলেজের সামনে।
স্বেচ্ছাসেবকদলের কয়েকজন কর্মী জানান, আজিজ নেতা কর্মীদের নিয়ে সিলেট ল’কলেজের সামনে আলাপরত অবস্হায় ছিলেন। এসময় মাছিমপুরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী দিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আজিজ ও তার সঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে আজিজসহ ৪ জন আহত হন। তবে স্বেচ্ছাসেবকদল সূত্রে জানা গেছে, দিপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্বসস্ত্র ক্যাডার।
গার্ডেন টাওয়ারের পাশে একটি চা স্টলে বসাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় লোকজন আজিজ ও তার সাথের আহতদের হাসপাতালে প্রেরন করেন।
এদিকে আজিজের উপর হামলার খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপি নেতাকর্মীরা রাত ১১টার দিকে মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান।
মাছিমপুর এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের আক্রমণের চেষ্টা করেন। এসময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।
এতে বিএনপি নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় এলাকাবাসী ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত অন্তত ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করেন ।
এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা গার্টেন টাওয়ার এলাকায় জড়ো হতে শুরু করেন।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সদস্যরাও ছিলেন।
হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপশহর পয়েন্টে অবস্থান করেন।
এরপর বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা এড়াতে সকলকে তাড়িয়ে দেয়।
স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাতেই প্রতিশোধের ঘোষণা দিচ্ছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্বেচ্ছাসেবক দলের ওপর হামলার ঘটনায় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আগে থেকেই পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে শীলং তীর জুয়া খেলা ও মাদক কেনাবেচায় শেল্টার দেয়ার অভিযোগ রয়েছে।