আছিরগঞ্জ গণপাঠাগারে আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশনের বই ও অর্থসহায়তা

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন।
সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আমকোনার যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল বাসিত পাঠাগারের ব্যয় নির্বাহ ও বই কেনার জন্য নগদ টাকা পাঠান।

বৃহস্পতিবার (২২জুন) বই কিনেছেন পাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এনামুল কবীর ও পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ ইউসুফ।

উল্লেখ্য, আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও নানা সেবামূলক কাজ চলছে।

 

জাহেদের বই প্রদান

এদিকে আছিরগঞ্জ গণপাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ পাঠাগারের জন্য পাঁচ হাজার টাকার বই প্রদান করেন।

তাৎক্ষনিকভাবে পাঠানো টাকা দিয়ে বৃহস্পতিবারই বইগুলো ক্রয় করে পাঠাগারের সভাপতি কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।