পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক মো: মজিবর রহমান

সুরমা টাইমস ডেস্কঃ

 

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে পুরস্কার বিতরণী ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে ”মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত ৭-১৩ জুন সপ্তাহব্যাপী জাতীয় কার্যক্রম এর অংশ হিসেবে সপ্তাহব্যাপী স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, পুষ্টি বিষয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পর্যায়ে উপস্থিত বক্তৃতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম সহ নানা কর্মসূচীর আায়োজন করা হয়।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

 

এসময় তিনি বলেন, পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে সকল বিভাগকে এক সাথে কাজ করতে হবে। সিলেট জেলা অন্য জেলার চেয়ে পুষ্টিতে পিছিয়ে থাকার জন্য শিক্ষার হার কম হওয়া, বাল্য বিবাহ ইত্যাদি কারণ রয়েছে। তাই সকল বিভাগের এক সাথে কাজ করা ছাড়া বিকল্প নেই।

স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায় পুষ্টি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডা. কবীর আহমেদ, ডা. ওমর বেগ, ডা. আহমদ শাহরিয়ার, ডা. স্নিগ্ধা তালুকদার, স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক সহ সিলেট জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সভায় সিলেট জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ তাদের বার্ষিক পুষ্টি পরিকল্পনা ২০২২-২৩ এর অগ্রগতি তুলে ধরেন। কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা বিভাগের জেলা কর্মকর্তাগণ চলতি বছরের পুষ্টি পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন এবং এটি বাস্তবায়ন করতে প্রতিবন্ধকতা ও কিছু সুপারিশও পেশ করেন। এছাড়া সভায় আগামী অর্থবছরের ২০২৩-২০২৪ বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয় ।

উল্লেখ্য যে, এফসিডিও ও ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহযোগিতা বাস্তবায়িত সূচনা কর্মসূচী উক্ত জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।