কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবে না: শফিউল আলম চৌধুরী নাদেল
সুরমা টাইমস ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। এ পেশার মাধ্যমে স্বাস্থ্য সেবা ও পেশার মান নিশ্চিত করতে সকল চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসার দাবিদার।
আওয়ামী লীগ সরকারে আমলে চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ দিন দিন আধুনিকায়ন হচ্ছে। তাই সেবা প্রদানের মনোভাব নিয়ে দায়িত্ব পালনে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সিলেটবাসীকে ভালোবাসেন। কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে মাঠে আছি, থাকবো।
আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ২১ জুন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি মঙ্গলবার (১৩ জুন) স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট শাখার উদ্যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক ডা: রুকন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা: এম. এ আজিজ চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: জামাল উদ্দিন চৌধুরী।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা: কামরুল হাসান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইচিপ এর সভাপতি ডা: মোস্তাকিম শফি, সাধারণ সম্পাদক ডা: মাসুদ হোসেন, ডা: সীমান্ত মজুমদার, ডা: রাকিব হাছান, বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাছান সহ সকল চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলার শাখার সিনিয়র সদস্য সহকারী অধ্যাপক ডা: হারুনুর রশীদ। গীতা পাঠ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার আজীবন সদস্য ডা: রাজীব দত্ত।