দক্ষিণ সুরমায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
সুরমা টাইমস ডেস্কঃ
দক্ষিণ সুরমা উপজেলা প্রসাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা তানিয়া লাইজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,
উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার।
এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সলসহ দক্ষিণ সুরমা উপজেলা ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন সেবা প্রদর্শন ও র্যালি বের করা হয়।