
নগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খাঁনের মমতাময়ী মাতা সর্মিতা খাতুন ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রবিবার (১১জুন ২০২৩ইং) দুপুর ২টায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে সহ পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
— বিজ্ঞপ্তি ।