নগরীতে মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচী সর্বাত্মকভাবে সফল করতে হবে: নাসিম হোসাইন
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির মাশুল দিচ্ছে সাধারণ জনগণ। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনগণের উপর চাপ সৃষ্টি করলেও সরকার দেশে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করতে পারছেনা। শুধু বিদ্যুৎ নয় দলীয় করণের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে।
নিত্যপণ্যের উর্ধ্বগতি অব্যাহত থাকলেও সরকার বাজার সিন্ডিকেট ভাঙ্গতে পারছেনা। কারণে সিন্ডিকেটে সরকারের মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীরা রয়েছে। এভাবে কোন দেশ-রাষ্ট্র চলতে পারেনা। জনতার সরকার প্রতিষ্ঠা না করলে জনদুর্ভোগ লাঘব হবেনা। তাই নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামীতে দেশে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার
আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি রবিবার রাতে সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের সাথে আগামী মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচী শুরু করে নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেল পয়েন্টে গিয়ে সমাপ্ত করার সিদ্ধান্ত হয়।
এছাড়া সভায় অসহনীয় লোড শেডিংয় এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারকর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতিরোধসহ ১০ দফা দাবিতে মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচী সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, নজিবুর রহমান নজিব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ মোর্শেদ, মতিউল বারী খুর্শেদ, আখতার রশিদ চৌধুরী, মহানগর সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্য থেকে মুফতি রায়হান উদ্দিন মুন্না, নিহার রঞ্জন দাস, মিজান আহমদ, লুৎফুর রহমান চৌধুরী, আব্দুল ওয়াদুদ মিলন, বদরুদ্দোজা বদর,
সুয়াইব আহমদ শোয়েব, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, তারেক আহমদ খান, লুৎফুর রহমান খোকন, নাদির খান, আব্দুর রহিম মল্লিক, বাচ্চু মিয়া, নাজিম উদ্দিন, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল আহাদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে আলমগীর হোসেন, এ.এস.এম সায়েম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ফয়েজ উদ্দিন মুরাদ, সৈয়দ লোকমানুজ্জামান, আব্দুল মালিক সেকু, মিনহাজ পাঠান,
সৈয়দ রহিম আলী রাসু, সুলেমান হোসেন সুমন, রফিকুল ইসলাম রফিক, বেলাল উদ্দিন, কামাল আহমদ, জমজম বাদশা, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, মতিউর রহমান শিমুল, আকবর হোসেন কয়ছর, ছালেক আহমদ, ফয়েজ উদ্দিন শিমু, মঈনুল ইসলাম খান মঈন, নুরুল হক রাজু, রাসেল আহমদ খান, ইফতেখার আহমদ পাবেল, শেখ সাইফুল আলম, নুরুল ইসলাম লিমন ও ফাহিম বখত প্রমূখ।