“সাধারণ মানুষ বলে,আপনারা আরও পাঁচ বছর থাকেন”: সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

সুরমা টাইমস ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের মুখে তিনি শুনেছেন— “আপনারা আরও পাঁচ বছর থাকেন।” গতকাল বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি যখন সুনামগঞ্জে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, তখন সাধারণ মানুষ বলছিল, আপনারা আরও পাঁচ বছর থাকেন।”

 

এ সময় তিনি দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং এতে সাধারণ মানুষ সন্তুষ্ট।

 

সফরের শুরুতে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি বলেন, “ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের যানবাহন ও অন্যান্য সরঞ্জামের ঘাটতির কারণে অনেক সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

 

তিনি বলেন, “আপনারা জানেন, ৫ আগস্ট পুলিশের অনেকগুলো থানা ও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও আমরা তাদের নতুন গাড়ি দিতে পারিনি। তবে পুরনো গাড়ি সংগ্রহ ও কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে।”

 

এদিকে, ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মানুষ চাইছে আমরা আরও থাকি, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

তিনি বলেন,আমরা শুনেছি এবার সুনামগঞ্জে ভালো বোরো ফসল হয়েছে। তবে আসার সময় রাস্তার পাশে দেখেছি বেশ কিছু জমি পতিত রয়েছে।

আমরা এই পতিত জমি ব্যবহারে এই অঞ্চলে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।

পরে সাড়ে তিনটায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন দেখার হাওরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।