শান্ত সিলেটকে অশান্ত করার কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে শান্ত পরিবেশকে অশান্ত করতে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
গতকাল শনিবার বিকেলে নগরীর দরগাহ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সভা করে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়ছান মাহমুদ সুমন,

 

টিটন মল্লিক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, মোঃ আশিক মিয়া, সালেক আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, কয়েছ আহমদ, দিহান আহমদ হারুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন,

 

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন,

 

বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমদ তালুকদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জামাল আহমদ, সেপুল আহমদ, আজাদ আহমদ, এড. মহিদুল হক, হোসেন আহমদ, কামরুল ইসলাম, আব্দুল সালাম আজাদ,

আব্দুল মুকিত মুকুল, সুলতান সালাহ উদ্দিন টুকু, ছদিউল হোসাইন, রুমেল আহমদ রিপন, মিনহাজ সামছি প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, শান্ত সিলেটকে অশান্ত করার কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

 

তিনি বলেন,গণহত্যাকারীদের কোনো স্থান দেওয়া হবেনা। এজন্য আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থেকে অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, যেখানেই আওয়ামী দোসরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।