কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ

 

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২টায় গ্রামীণ ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে কেন্দ্র প্রধানদের নিয়ে এ ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ব্যাংক কানাইঘাট শাখার শাখা ব্যবস্থাপক মোঃ এরফাত হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এ.কে.এম সালেহ আহমদের সঞ্চালনায় বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক জৈন্তাপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, মুলাগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব আহমেদ, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার।

উক্ত অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক কানাইঘাট শাখার ৪০টি কেন্দ্রের কেন্দ্র প্রধানগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গড় গ্রামের কেন্দ্র প্রধান রেখা রানী দাস, চাউরা গ্রামের কেন্দ্র প্রধান মনোহরী বালা দাস, ভাটিবারাপৈত গ্রামের কেন্দ্র প্রধান শিল্পী রানী, উমাগড় কেন্দ্র প্রধান শামছিয়া খানম, বীরদল গ্রামের কেন্দ্র প্রধান প্রতিমা রানী।

এ সময় প্রধান অতিথি মোঃ শাহজাহান চৌধুরী গ্রামীণ ব্যাংকের সদস্যদের ১৫ ধরনের ঋণের সঠিক ব্যবহার করে সংসারের উন্নতি করা সহ ঋণের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা
করেন এবং কেন্দ্র প্রধানদের উৎসাহিত করেন। এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান।

 

নতুন সদস্য যোগদান, গৃহ ঋণ, জি.পি.এস খোলার সুবিধা সম্পর্কে সদস্যদের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, অনাবাদী জমি না রেখে গ্রামীণ ব্যাংকের এসব ক্ষুদ্র
ঋণ নিয়ে অনাবাদী জমিতে শাক—সবজি চাষাবাদ সহ আঙিনায় হাঁস—মোরগ, গবাদি পশু পালন করে স্বাবলম্বি হওয়ার কথা বলেন।পাশাপাশি বর্ষাকালে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিভিন্ন ধনের দিকনির্দেশনা ও জলবায়ু রক্ষায় প্রত্যেক সদস্যদের বৃক্ষরোপন করার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।