Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি- ২০২৩ সালের চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) ১১টায় কলেজের অডিটোরিয়ামে এই চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী মারিহা হক ও কাজী রাশেদার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার।

শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জ্যেষ্ঠ প্রভাষক মো. নিজাম উদ্দিন। এসময় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ প্রদান ও অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াজিহা বিনতে আদিবা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তুলি ব্যাপারী ও আফরোজ আহমেদ সামি।

পরিশেষে অধ্যক্ষ বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন। এসময় কলেজের শ্রেণিশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।