মৌলভীবাজার সমিতি সিলেট’র উপদেষ্টা পরিষদ ও শিক্ষা ট্রাস্টের সভা

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট এর নবগঠিত উপদেষ্টা পরিষদ ও শিক্ষা ট্রাস্টের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি অভিজাত কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি নর্থ ইস্ট মেডিকেল কলেজের অব. অধ্যাপক প্রফেসর ডা. আজিজুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল খালিক এডভোকেট, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, রোটারিয়ান এম এ গণি,

শাবিপ্রবির অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সমিতির উপদেষ্টা, আইআইসিটির সাবেক মহাপরিচালক ও লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বণমালী ভৌমিক, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসিম উদ্দিন, মদন মোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্ম্মা ও শিক্ষা ট্রাস্টের সদস্য, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান,

 

সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিক আলী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম আশুক, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন ও এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা সমিতির প্রতিষ্ঠার পরবর্তী দুই দশকের ক্রম বিকাশমান গৌরবগাথা ইতিহাস তুলে ধরেন। বৃহত্তর মৌলভীবাজার জেলার চেতনায় উদ্বুদ্ধ হৃদ্যিক মেলবন্ধনে সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সমিতির কর্মধারা অর্থবহ করে তুলতে অনুপ্রাণিত করেন।

 

নাজুক পরিস্থিতিতে সম্ভাবনাময় পারস্পরিক সম্প্রীতির পরিপন্থী যেকোন রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক সিদ্বান্ত বা কর্মকান্ডের প্রতি যথাযথ সতর্কতা অবলম্বনপূর্বক সমিতির নিরপেক্ষ মতাদর্শের ভিত্তিতে সিদ্বান্ত গ্রহণের পরামর্শ দেন বক্তারা। প্রয়োজনে সমিতির শান্তি শৃঙ্খলা ও বৃহত্তর উন্নয়নের লক্ষ্যে বিধি মোতাবেক সাংবিধানিক সংশোধনীরও পরামর্শ দেন।

 

তাছাড়া সমিতির শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০২২ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি বিতরণ প্রদান অনুষ্ঠান যথাশীঘ্রই সম্পাদনের বিষয়ে পরিকল্পনা গৃহীত হয়। মতবিনিময় সভায় বিগত মাসগুলোতে সমিতি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।