Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

দক্ষিণ সুরমায় হাইওয়ে সড়কে নিষিদ্ধ ‘ট্রলি গাড়ি’

ডেস্ক রিপোর্ট :

সিলেটের দক্ষিণ সুরমা থানার আওতাধীন সিলেট-ঢাকা হাইওয়ে সড়কে অবাধে চলছে নিষিদ্ধ ‘ট্রলি গাড়ি’। হাইওয়ে সড়কে মাটি বোঝাই এই গাড়ি থেকে মাটি পড়ায় বৃষ্টির দিনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

পাশাপাশি ট্রলি গাড়ির এবড়োখেবড়ো চাকার আঘাতে বিটুমিন দেওয়া সড়কের পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার সাবেক ওসি সৈয়দুজ্জামান থাকতে সিলেট-ঢাকা মহা সড়কে ‘ট্রলি গাড়ি’ নিষিদ্ধ করা হয়।

প্রথমত, এই গাড়ি নম্বরবিহীন। দ্বিতীয়ত, গাড়িটি চলাচলে হাইওয়ে পুলিশের নিষেধাজ্ঞা আছে। কারণ, গাড়িটি মাটি টেনে রাস্তায় ফেলে যায়। যে কারণে, বৃষ্টিতে মাটি থেকে কাদা জমে সড়ক পিচ্ছিল হয়ে যায়। যা মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানীর অন্যতম কারণ ছিল।

তাই সাবেক ওসি সৈয়দুজ্জামান গাড়িটি দক্ষিণ সুরমা থানার হাইওয়ে সড়কে চলাচল বন্ধ করে দেন। ওই সময় বেশ কিছু গাড়ি আটক করেছিল দক্ষিণ সুরমা পুলিশ। লালাবাজারের পরিবহন শ্রমিকনেতা বাবুল মিয়া বলেন, ইদানীং দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে রশিদপুর হাইওয়ে সড়কে অবাধে চলছে মাটি বহনকারী ট্রলি গাড়ি। যা সড়কের ক্ষতি করছে। আমাদের দাবি, পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবেন।’

 

পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, ট্রলি গাড়ির বিষয়ে আমরা পরিবহন শ্রমিকরা ইতিপূর্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের বরাবরে একটি স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আমরা সিদ্ধান্ত নিয়েছি, দক্ষিণ সুরমা থানার নতুন ওসি সাহেবের কাছেও একটা স্মারকলিপি দিব। আশা করি, তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।’ হাইওয়ে পুলিশ শেরপুর ইনচার্জ পরিমল দেব বলেন,‘ সিলেট-ঢাকা মহাসড়কে এই গাড়িটি চলাচল নিষিদ্ধ। কিন্তু রশিদপুর, নাজিরবাজার, লালাবাজার এই এলাকাগুলো মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। তাই দক্ষিণ সুরমা পুলিশকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’ এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহাব মাহমুদ বলেন,‘ ট্রাফিক পুলিশের জনবল বিভিন্ন মোড়ে দেওয়া হয়েছে।

 

গাড়িগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে ট্রাফিক পুলিশকে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন,‘ ট্রলি গাড়ি চলার বিষয়টি আমি জানতাম না। এই গাড়িটি হাইওয়ে সড়কে চলার অনুমতি নাই। সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।