গোবিন্দ দাসের মৃত্যুতে দিরাই শাল্লা উন্নয়ন পরিষদের শোক

গত শুক্রবার ভোরে সবজি ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে গোবিন্দ দাস (৪০) সিলেট ধোপাদিঘীরপাড়ে মৃত্যুবরণ করেন। রোববার (৪ জুন) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিরাই শাল্লা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

এদিকে নেতৃবৃন্দ সবজি গোবিন্দ দাসের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নিহত গোবিন্দ দাস শাল্লা উপজেলার আটগা ইউনিয়নের বড় গাও গ্রামের বাসিন্দা। তিনি আখালিয়া নয়াবাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।
বিবৃতি দাতার হলেন, দিরাই শাল্লা উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল হক, সচিব অধ্যক্ষ মিহির দাস। অন্যান্যরা হলেন পিযুষ কান্তি তালুকদার,

রশিদ আহমেদ চৌধুরী, ড. দিদার চৌধুরী, শেখ আব্দুল লতিফ, মো. খালেদ মিয়া, সুলতান মাহমুদ, বিনিয়ামিম রাসেল, মাহবুবুল আলম সুহেল, ডা. ফারুক আহমদ প্রমুখ।

বিবৃতিদাতারা ছিনতাইকারীদের তাৎক্ষনিকভাবে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। খুনিদের দ্রুত আইনে বিচার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।