নবীগঞ্জে আগুনে সর্বস্বহারাদের পাশে দাঁড়িয়েছে পূজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামে আগুনে ১২টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্বহারা মানুষের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে কাপড় ও তোশক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি গৌতম রায়,

যুগ্ম সম্পাদক আশীষ তালুকদার, ধনঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব, কোষাধক্ষ্য চারু চন্দ্র দেব, উপজেলা কমিটির সদস্য গুপিকা পাল, গুরুপদ দাশ ময়না, হরেকিশোর দাশ, মানিক দাশ, অনিক দাশ রাজন, কুর্শি ইউনিয়নের সাধারণ সম্পাদক অঞ্জন রায়, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দাশ, সাধারণ সম্পাদক বিকুল চন্দ্র দাশ,

 

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীরণ দাশসহ এলাকার মুরুব্বিয়ান ও যুবসমাজ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।