নবীগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স

নবীগঞ্জ প্রতিনিধিঃ

 

নবীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশনের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের (হিসাব ও বাজেট) শাখার সহকারী পরিচালক শাহাদাৎ হোসেইন।

 

কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্বে পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি অপারেশন মোঃ আব্দুল কাইয়ুম, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, ৮নং নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাব্বির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,

 

জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জাকারিয়া আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ লুৎফুর রহমান, প্রদীপ রঞ্জন দাশ, কাঞ্চন বনিক, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমদ, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা কাওছার মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভুইয়া, দৈনিক সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, অগ্রণী ব্যাংক লিঃ এর ম্যানাজার মোঃ হামিদুর রহমান,

 

উপজেলা তথ্য আপা শারমিন আরা কলি, খাদ্য পরিদর্শক হোসনা আক্তার, খায়রুল ইসলাম, আবু রায়হান, ইউএনও অফিস সহকারী আব্দুল কাইয়ুম, অঞ্জন কুমার দেব, উপজেলা চেয়ারম্যানের সিএ নির্মল সূত্রধর, ইউপি সচিব মাওঃ আব্দুল আহাদ, প্রীতেশ রঞ্জন চৌধূরী, ফখরুল আলম, আব্দুল আহাদ, মিনাল কান্তি পাল, রাসেন্ড চন্দ্র দাশ, শাহজান মিয়া, নিলয় দাস প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেন- তথ্য অধিকার আইনে তথ্য প্রদান করে সরকারী সেবাকে জনগনের কাছে পৌছাতে সরকার সফল হয়েছে। তাই তথ্য অধিকার আইনকে সঠিকভাবে বাস্তবায়ন করে সবাই সুবিধা অর্জন করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।