ঝালোপাড়াবাসীর একক প্রার্থী তৌফিক বকস্ লিপন
এবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের বৃহত্তর ঝালোপাড়াবাসী কদমতলীর প্রবীণ মুরব্বীদের আহবানে সাড়া দিয়ে তাদের নিজ এলাকা থেকে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র(১) রোটারিয়ান তৌফিক বকস্ লিপনকে একক প্রার্থী ঘোষনা করেছেন।
গতকাল শুক্রবার রাত ৯ টায় ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও জালালাবাদ সূর্যমুখী যুব সংঘের সাবেক সভাপতি এডভোকেট মামুন হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কদমতলী এলাকার বিশিষ্ট মুরব্বী কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক মোতাওয়াল্লী হাজী সোলেমান বক্ত,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী এডভোকেট রফিকুল হক, হাজী সমরাজ মিয়া, , বিশিষ্ট ব্যবসায়ী হাজী এম এ মান্নান, মকবুল হোসেন, লুলু মিয়া, কবির মিয়া, ইসহাক মিয়া, জমির আলী, এনায়েত উল্লাহ সজিব, রুমেল মিয়া, মঈন উদ্দিন মিয়া। ঝালোপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদ,সহ-সভাপতি মুহিবুর রহমান মন্জু,
হাজী আব্বাস জালালী, আব্দুস সাত্তার মামুন, চাঁদনীঘাট মটর পার্টস সমিতির সভাপতি আক্তারুজ্জামান, জালালাবাদ সূর্যমুখী যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাদী কোমল, সভাপতি রাসেল আহমদ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রাজু, ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল, আরমান মাহমদ, ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা রফিকুল ইসলাম মুশতাক।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুহিবুর রহমান আনাই, মৎসজীবি লীগ নেতা শাহিন আহমদ, কয়ছর রশীদ, আমিরুল ইসলাম, দুলাল আহমদ, মহিউদ্দিন দারা,বদরুল ইসলাম,তারেক আহমদ,আতিকুর রহমান মাহিন, ঝুমন আহমদ,জহির রায়হান খোকন,খায়রুল আলম,আমজাদ পারভেজ, আব্দুল জলিল, ছানী জামান,দিপু ওয়াদুদ,উমান আহমদ,জসিম উদ্দিন, মুহিদুল হক বাবলু,মিজানুল হক পিপলু,খোকন আহমত,সাহেদ আহমদও ঝালোপাড়ার সর্বস্থরের জনসাধারণ প্রমূখ।
প্রেস-বিজ্ঞপ্তি।