কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা
সুরমা টাইমস ডেস্কঃ
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের আয়োজনে উপজেলার টুকের বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক ফারুক আহমদ, সদ্য সাবেক সভাপতি রুপক চন্দ্র দাস,
সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ-সভাপতি নেওয়াজ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তুহিন বক্স, মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
প্রচার সম্পাদক লবীব আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শাহীন আলম ও সদস্য ডাঃ আব্দুল আওয়াল, শাখা কমিটির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান নাঈম, শাখা কমিটির শরীফ, নবী, রাজন, রায়হান, জুয়েল সহ কোছাপের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।