সিলেটের তেমুখী এলাকায় মৃত কিশোরের পরিচয় মিলেনি এখনো

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে ঢাকনা বিহীন নির্মাণাধীন ড্রেনে পড়ে থাকা কিশোরের লাশ উদ্ধারের একদিন পেরিয়ে গেলেও তার নাম-পরিচয় মিলেনি।

জানা যায়নি কিভাবে তার মৃত্যু হয়েছে, কিভাবে লাশ এখানে এলো। তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

পুলিশের ধারণা, ড্রেনের উপরে স্ল্যাব বা ঢাকনা না থাকায় অসাবধানতাবশত সেখানে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে।

জানা যায়, গত শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের একটি ড্রেন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর।

 

স্থানীয় লোকজন ড্রেনের ভেতর লাশটি দেখতে পেয়ে পুলিশে ফোন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে লাশটি এখন ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।

 

জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের বেলা হয়তো সে ড্রেনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ড্রেনের স্ল্যাব না থাকায় সেখানে পড়ে তার মৃত্যু হতে পারে।

 

এদিকে, এই কিশোরের পরিচয় শনাক্তের জন্য সহযোগিতা চেয়েছে জালালাবাদ থানা।

 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে পারেন তবে অফিসার ইনচার্জ জালালাবাদ থানা মোবাইল -০১৩২০০৬৭৫৯৪- এবং ডিউটি অফিসার জালালাবাদ থানা মোবাইল -০১৩২০০৬৭৫৯৯- সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।