সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) সিলেটের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক এক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। র্যালি থেকে জনসাধারণের মাঝে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়। রোববার দুপুরে এই র্যালি বের করা হয়।
বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শহিদুল আযমের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সিএনজি অটোরিকসা স্ট্যান্ড, টাউন বাস সার্ভিস স্টপেজ সহ অন্যান্য পয়েন্টে গাড়ি চালক, যাত্রী সাধারণ ও জনসাধারণের মাঝে এই প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালযের উপ-পরিচালক মোঃ শহীদুল আযম বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চালক, যাত্রী, পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি বলেন সামান্য ভুলের জন্য যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সে জন্য সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই দেখে শুনে ও বুঝে সবাইকে পথ চলতে হবে। তিনি বিশেষ করে যাত্রীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে চালক ও হেলপাদের ভূমিকা রাখার আহবান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম ও প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।