সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগর ও জেলা বিএনপি যৌথ উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
রোববার (১৩ এপ্রিল) রাতে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ।
এই দিনটিকে ঘিরে আমাদের মাঝে থাকে উৎসবের আমেজ, ভালোবাসা আর ঐক্যের এক শক্তিশালী বার্তা। এ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন করছে। এই শোভাযাত্রাকে সফল করতে আমরা চাই ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণ।
আপনাদের উপস্থিতি এই আয়োজনকে প্রাণবন্ত করবে এবং মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। তিনি আরও বলেন, আমরা শুধু রাজনৈতিক দল নই, আমরা এই দেশের মানুষের সুখ-দুঃখের সাথী।
ব্যবসায়ীদের উন্নয়ন, সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতে পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তাই বর্ষবরণ শোভাযাত্রায় আপনাদের সরব অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলবে।
তিনি সভায় উপস্থিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলমত-নির্বিশেষে এই আনন্দ উৎসব সবার। আসুন, সকলে মিলে আগামীকাল পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নেই।
সিলেটবাসীকে উপহার দিই এক অনন্য উদাহরণ-যেখানে রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতি মিলেমিশে একত্র হয় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
এসময় ব্যবসায়ীরা জানান, এটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা, কারণ এই প্রথম কোনো রাজনৈতিক দল আমাদেরকে বর্ষবরণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
ব্যবসায়ীদের জন্য এটি একটি সুযোগ, যেখানে দলমত নির্বিশেষে সকলে একত্রিত হতে পারে। আমরা আশা করি, আগামীকাল সকল ব্যবসায়ী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং এটি সফল হবে।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিকের সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মল্লিক মুন্না,
মুফতি নেহাল উদ্দিন, আবুল হোসেন, আব্দুস সোবহান, নিয়াজ মো. আজিজুল করিম, লায়েক আহমদ, শাহজাহান আহমদ, হোসেন আহমদ, জাবেদ আহমদ, কফিল আহমদ, রেদওয়ান আহমদ, সাবুল মিয়া, নাহিদুর রহমান, আব্দুল কাইয়ুম তাজুল ইসলাম, আতাউর রহমান রজব, রুবেল আহমদ আহাদ, তামিমউল ইসলাম তামিম,
রিয়াদ আহমদ, রাসেল আহমদ, পারভেজ আহমদ মানি, সাব্বির আহমদ, মো. শামসুল আলম, চিরঞ্জিপ পাল, জিল্লুর রহমান প্রমুখ।