সুরমা টাইমস ডেস্ক :
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত মোগলাবাজার উপ-পরিষদ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় সংগঠনের মোগলাবাজারস্থ ৭০৭ এর উপ-পরিষদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা কার্যকরী কমিটির নির্বাচন কমিশনার ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মোঃ সেবুল আহমদ, সম্পাদক নির্বাচিত হন সুমন আহমদ আনসার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শাহিন মিয়া, ১নং সদস্য আলী হোসেন, ২নং সদস্য নুরুল ইসলাম বিলাল।
মোগলা বাজার উপ-পরিষদের সভাপতি খালেদ আমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, মোগলা বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিন,
সিলেট জেলা ৭০৭ এর নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক লিটন আহমেদ ও সাবেক মেম্বার মুরাদ আহমদ, কল্যাণ কমিটির ক্যাশিয়ার সলিমুল্লাহ মোঃ করিম মিয়া, খালো মুখ উপ-পরিষদের সম্পাদক দিলওয়ার আহমদ, সিনিয়র সদস্য জালাল মিয়া, আলী হোসেন, মোঃ সুবেল আহমেদ,
মোঃ জাহার, মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ সলিমুল্লাহ, আব্দুল করিম, আরিফ আহমদ, রুহুল আমিন রুবেল, জাবলু আহমদ, পাপলু আহমদ, রিপন মিয়া, নাসির আহমদ, লিয়াকত মিয়া। এছাড়াও মোগলাবাজার উপ পরিষদের অনেক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএনজি চালিত শ্রমিকরা নগর জীবনের অন্যতম চালিকাশক্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা এবং সম্মানজনক জীবন নিশ্চিত করা শুধু সংগঠনের নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা অনেক।
এ সংগঠন যেন কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থে বিভক্ত না হয়, বরং শ্রমিকদের প্রকৃত কল্যাণে নিয়োজিত থাকে। একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন সবাই এক হয়ে কাজ করে।
আমাদের শ্রমিক ভাইদের অধিকার আদায়ে প্রতিটি নেতা যেন সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দেন। শুধু দাবি আদায় নয়, দায়িত্ব পালনেও তাঁরা যেন উদাহরণ সৃষ্টি করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সম্মান নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। দায়িত্ব একটি সুযোগ— শ্রমিকদের পাশে দাঁড়ানোর, তাদের দুঃখ-দুর্দশা দূর করার। তাঁরা আরও বলেন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনা করব।
কোনো বিভেদ নয়, একতা ও সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এই যাত্রায় আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।