নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মশাল মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারের ব্রহ্ম মন্দির থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক বরুণ কুমার চৌধুরী, জেলা সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, প্রবাল দেবনাথ, রজত চক্রবর্তী, বিকাশ ঘোষ, পান্না লাল রায়, চিত্ত রঞ্জন দেব, মন মোহন দেবনাথ, দিলোক কর চুনু, রাজ কুমার পাল রাজু, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শ্যামল ধর, নির্মল সিনহা, নিরেশ দাস, চন্দন দাস, রমা পদ ভট্টাচার্য্য, সুব্রত সেন গুপ্ত মঙ্গল, এডভোকেট পংকজ দাস, ডা. বনানী রায়, এডভোকেট দেবব্রত চৌধুরী, রতন দে, এডভোকেট অমর দত্ত, জিডি রুমু, বাবুল দে, প্রবাষ দেব, অরুন দেবনাথ সাগর, আশীষ রায়, অর্পন দাস, ভৈরব চন্দ্র নাথ, ধনঞ্জয় দাস ধনু, আশীষ দে, নিখিল মালাকার, রিপন বৈদ্য, লিটন দেব, অরুন কুমার বিশ্বাস, নিখিল দেব, রবিন্দ্র দাস ভক্ত, রকি দেব, অপূর্ব দাস, রূপক দেব, সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, ৭১ এর একটি অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ বির্নিমানের জন্য এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে। কিন্তু দূভার্গ্যরে বিষয় ৭৫ এর পট পরিবর্তনের পর পরই এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে শাসক গোষ্ঠী বিমাতাসূলভ আচরণ শুরু করে যা অদ্যবধি চলমান রয়েছে। বর্তমান সরকার নির্বাচনের পূর্বে ৭ দফা প্রতিশ্রুতি প্রদান করে অথচ অদ্যবধি বাস্তবায়ন করেনি। নেতৃবৃন্দ অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।
=বিজ্ঞপ্তি ।