সুরমা টাইমস ডেস্ক :
স্পেনেরই সংবাদমাধ্যম মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, বিপদে পড়তে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। সংবাদমাধ্যমটির দাবি, ফিফার আইন ভাঙার অভিযোগ উঠেছে রিয়াল মাদিদের এই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে।
যে অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
তাইবেরিস হোল্ডিং দো ব্রাসিল নামের একটি কোম্পানি ভিনিসিউসের বিরুদ্ধে ফিফার এথিক্স কমিটির কাছে এই অভিযোগ দায়ের করেছে।
সেখানে তারা দাবি করেছে, যদিও ফিফার আইন অনুযায়ী, এখনও খেলছেন এমন কোনো ফুটবলার একসঙ্গে একাধিক ফুটবল ক্লাবের মালিক হতে পারবে না, কিন্তু সে নিয়ম ভেঙেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
অভিযোগ করা হয়েছে, অল এজেন্সিয়ামেন্তো এসপোর্তিভো নামক সংস্থার মাধ্যমে ভিনিসিউস ব্রাজিলের বিভিন্ন ক্লাব এবং পর্তুগালের আলভারকা ক্লাবের মালিকানার অংশ কিনেছেন।
ফিফার আইন অনুযায়ী, এই ধরনের আইন ভঙ্গে সর্বোচ্চ শাস্তি ২ বছরের নিষেধাজ্ঞা। তবে আশা করা হচ্ছে, এমন কঠিন শাস্তি হয়ত ভিনিসিউস এড়াতে পারবেন।
এই যাত্রায় বড় অঙ্কের জরিমানা এবং কয়েকটি ফুটবল ক্লাবের শেয়ার ছেড়ে দিয়েই এই ব্রাজিলিয়ান বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।