সুরমা টাইমস ডেস্ক :
সিলেটে এসে লাল গালিচা দেখেই ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এয়ারপোর্ট থানার ভেতরে তাকে গার্ড অব অনার দেয়া হচ্ছিল।
এ সময় সেখানে লাল গালিচা দিয়ে তাকে বরণ করা হয়। বিষয়টি দেখে ক্ষেপে যান উপদেষ্টা। বললেন, এগুলো কে করেছে, কেন করেছে। আমি এগুলো পছন্দ করি না। কতোবার করে বলি এরপরও আপনারা এগুলো করেন।
এসবের প্রয়োজন নেই জানিয়ে সেই মুহূর্তে লালগালিচা তুলে নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি এয়ারপোর্ট থানা ঘুরে দেখেন।
পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম নির্দেশ দিয়ে গালিচাগুলো সরিয়ে নেন।
সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এখনও পুলিশকে পুনর্গঠন করা যায়নি। গত ৫ই আগস্টের আগে ও পরে পুড়ে যাওয়া একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নতি হবে।
উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই আ্যকশনে যাবে পুলিশ।
তিনি বলেন, পুলিশ সদস্যরা অনেক কষ্টে দিনযাপন করছেন। আমরা তাদের কাছ থেকে বেশি আশা করি। কিন্ত তাদের সেভাবে দিতে পারিনি। তাদের দুঃখ কষ্টের কথা আপনারা (গণমাধ্যমের কর্মীরা) তুলে ধরবেন।
বিভিন্ন স্থান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, অনেক ঘটনা ঘটছে, আবার আসামিদের পুলিশ গ্রেফতারও করছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সংকট রয়েছে। সংকট ও সীমাবদ্ধতার মধ্যে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
কোথাও গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, কোথাও থানা পুড়িয়ে ফেলা হয়েছে এ অবস্থার মধ্যেও অনেকটা উন্নতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। দেশের আইন-শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই।
এ সময় উপদেষ্টার সঙ্গে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।