শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট সড়ক জোনের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে বলেন, বাক যন্ত্র দিয়ে আমরা বাংলা ভাষা প্রকাশ করি। তাই ভাষার গুরুত্বটা বুঝতে হবে। ভাষার শিক্ষাটা শিশু তার মায়ের কাছ থেকে শিখে তা প্রকাশ করে। আর সেটা হলো মায়ের ভাষা। বাংলা ভাষা সব ভাষা থেকে ভিন্ন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে ইউনেস্কো গুরুত্ব বুঝে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। তাই এ বাংলা ভাষাকে শ্রদ্ধাসহ প্রজন্মের কাছে এ ভাষার গুরুত্ব তুলে ধরতে হবে।

তিনি বলেন, মাতৃভাষা আমাদের গর্বের। মাতৃভাষা কোন ব্যক্তি বা গোষ্টির নয়। মায়ের ভাষাকে শ্রদ্ধা জানালে আমরা অনেক আনন্দ পাই। তাই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে কাজ করতে হবে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সিলেট নগরীর তোপখানাস্থ সিলেট জোনের সভাকক্ষে সিলেট সড়ক জোনের আয়োজনে একুশে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত ও সিলেট জোন সওজ’র সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হকের সঞ্চলনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিলেট ফেরী বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাজেদুল হোসেন, সিলেট বিশ্বনাথ সড়ক উপ-বিভাগ সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো: মাহ্মুদুল হাসান, সিলেট সড়ক উপ-বিভাগের সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, বাংলাদেশ সড়ক ও জনপথ সিলেট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: মুমিনুল হক ইলিয়াছ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট জোনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।