
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ৯ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোঃ জাকির হোসেন ও যুগ্ম-আহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, ১নং ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, জাবেদ আহমদ, মো: জামাল আহমদ, মোঃ নুরুজ্জামান জুয়েল, সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমদ, রনবীর দাস রনি, টিটু কাপালি, রায়হান রনি প্রমুখ।
=বিজ্ঞপ্তি ।।