পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ৬ মার্চ সোমবার

কলিযুগ পাবনাবতারী ভগবান শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌরপূর্ণিমা এবং নিত্যলীলায় প্রবিষ্ঠ গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ১৬ প্রহরব্যাপী এক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-

৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল।
৭ মার্চ মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হয়ে ৮ মার্চ বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায়
ভোগারতি দর্শন, ২টায় মহাপ্রসাদ বিতরণ। ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী
মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, নবসখি সম্প্রদায়; গোপালগঞ্জ, অনুরাধা সম্প্রদায়; কুমিল্লা, সখি সম্প্রদায়; দিনাজপুর, হরিনাম সম্প্রদায়; খুলনা, আশ্রম সম্প্রদায়; মৌলভীবাজার, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; সিলেট।

৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়- কিশোরী সম্প্রদায়, সিলেট, দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।