সিলেটের নতুন ডিআইজি শাফিউর, কমিশনার ইলিয়াছ শরীফ

 

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (১৫ই ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের দুজনকে বদলি করা হয়।

সিলেটের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকার উপ-পুলিশ মহাপরিদর্শক শাহ মিজান শাফিউর রহমানকে।

অপরদিকে, এসএমপির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে ট্যুরিষ্ট পুলিশ ঢাকার উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ ইলিয়াছ শরীফকে।

উপ-পুলিশ মহাপরিদর্শক শাহ মিজান শাফিউর রহমান ডিআইজি মফিজ উদ্দিন আহমদের স্থলাভিষিক্ত হবেন।

আর উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ ইলিয়াছ শরীফ এসএমপির কমিশনার নিশারুল আরিফের স্থলাভিষিক্ত হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্র থেকে জানা যায়, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএমকে উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকায় বদলি করা হয়েছে।

অপরদিকে, নিশারুল আরিফকে কমান্ড্যান্ট (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।