বায়মপুরীর মাজার জিয়ারত করলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ:)এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিতআল্লামা মুশাহিদ বায়মপুরীর কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।সেই উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনকেও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, আমি সব সময় সিলেটের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। সবাইকে সাথে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি।আমি বিশ্বাস করি সিলেটের মানুষ আমাকে অকুন্ঠ সমর্থন দেবে।আমার দলের সর্বস্তরের নেতা কর্মীরাও আমাকে নিয়ে আশাবাদী।
মোনাজাত করেন দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ছিলেন, নায়েবে শায়খুল হাদিস মাও. শামসুদ্দিন দুর্লভপুরী, সহকারী শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলী, শিক্ষক মাও. আসআদ আহমদ।

উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আল্লামা মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাও. জামিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল্লামা মুশাহিদ বায়মপুরীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রশিদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিলেট বারের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী,

কানাইঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামিম আহমদ শাহীন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ স্বাধীন।

 

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।